ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

ক্রিকেট খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৯
ক্রিকেট খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রের মৃত্যু

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে ক্রিকেট খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারেক আজিজ (১৪) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। আজিজ কুমিল্লার চান্দিনা উপজেলার সোনাকান্দী এলাকার গোলাম মোস্তফার ছেলে তারেক।

মাদ্রাসাছাত্র আজিজের ভগ্নিপতি আল আমীন জানান, আজিজ যাত্রাবাড়ীর উম্মে শরিয়া মাদ্রাসায় থেকে ষষ্ঠ শ্রেণিতে পড়ালেখা করতো। সকালে সহপাঠীদের সঙ্গে সে যাত্রাবাড়ীর শহীদ জিয়া গার্লস স্কুল মাঠে ক্রিকেট খেলতে যায়। খেলার সময় বলটি মাঠের বাইরে চলে গেলে আজিজ টিনের বেড়া টপকে বলটি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। খবর পেয়ে অচেতন অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, নিহত মাদ্রাসা ছাত্রের মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৯
এজেডএস/আরআইএস/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।