ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেফতার     

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৯
ঈশ্বরদীতে অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেফতার     

ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নে দেশীয় তৈরি অস্ত্র বেচাকেনার সময় মুন্না (২৫) নামে হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। 

এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি শাটারগান ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়। মুন্না পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সদরুল হক পিন্টু হত্যা মামলার চার্জশিটভুক্ত ৫ নম্বর আসামি।

    

শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে ওই আসামিকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দিনগত গভীর রাতে পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশীর বাঘইল স্কুলপাড়া এলাকা থেকে অস্ত্র বেচাকেনার সময় তাকে গ্রেফতার করা হয়।                        

গ্রেফতারকৃত মুন্না ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল ঠাকুরপাড়া এলাকার রঞ্জুর ছেলে।       

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম শহিদ বাংলানিউজকে জানান, ঈশ্বরদীর পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি, পিন্টু হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি মুন্না। জামিনে মুক্তি পেয়ে দীর্ঘদিন থেকে ঈশ্বরদীসহ বিভিন্ন স্হানে ভাড়ায় অস্ত্র লেনদেনসহ ব্যবসা করে আসছিলেন তিনি।  
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার দেহ তল্লাশি করে একটি দেশীয় শাটারগানসহ এক রাউন্ড গুলি জব্দ করেছে পুলিশ।

পাবনার ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বাংলানিউজকে জানান, এ ব্যাপারে ঈশ্বরদী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে এর আগেও হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে ওই আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।