ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

১৫ দফা দাবিতে বরিশাল ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৯
১৫ দফা দাবিতে বরিশাল ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সম্মেলন

বরিশাল: বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশাল জেলা কমিটির ১৪৩ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) বেলা ১১ টায় নগরের সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বরে জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় ও ট্রেড ইউনিয়নের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাহবুব আলমসহ অতিথিরা।

এ সম্মেলন অনুষ্ঠিত হয় দোকান কর্মচারীসহ বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের নিয়োগপত্র প্রদান, ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা নির্ধারণ, বস্তিবাসীদের স্ব-স্ব স্থানে জমি বন্দোবস্ত, ষাটোর্ধ্ব শ্রমিকদের পেনশন প্রদান, অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের সরকারি তালিকাভুক্তকরণ, বাড়ি ভাড়া, শিক্ষা, চিকিৎসা ব্যয় কমানোসহ ১৫ দফা দাবিতে।

জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাহবুব আলম।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সংগঠক মো. হাফিজুল ইসলাম ও সদস্য শ্রমিক নেতা অ্যাডভোকেট এ কে আজাদ।

সম্মেলনে বরিশালের বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরা অংশ নেন। সম্মেলন শেষে অশ্বিনী কুমার হল চত্বর থেকে একটি লাল পাতাকা মিছিল বের করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৯
এমএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।