ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

পায়রা বিদ্যুৎ কেন্দ্রে নির্মাণ শ্রমিকের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৯
পায়রা বিদ্যুৎ কেন্দ্রে নির্মাণ শ্রমিকের মৃত্যু

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ার পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে ক্রেন থেকে লোহার এঙ্গেল পড়ে ইব্রাহিম তারেক (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ইব্রাহিম বরিশার কোতয়ালী থানার খয়ের দিয়া হোগলা গ্রামের আয়ুব আলী খানের ছেলে।

তারেক পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের লেবার সরবরাহকারী প্রতিষ্ঠান রানা এন্টারপ্রাইজের শ্রমিক।

তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্মরত শ্রমিকরা জানায়, বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে কোল ইয়ার্ড (কয়লা রাখার স্থান) এলাকায় নিচে কাজ করছিলেন ইব্রাহিম। এসময় ক্রেন দিয়ে লোহার এঙ্গেল স্থানান্তরিত করার সময় একটি এঙ্গেল ছুটে তার মাথার উপরে পড়ে। দ্রুত তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

রানা এন্টারপ্রাইজের মালিক ফারুক গাজী বাংলানিউজকে বলেন, কাজ করার সময় ইব্রাহিমের মাথায় হেলমেট ছিল। তবে লোহার এঙ্গেল পড়ে হেলমেট ভেঙে তার মাথায় ঢুকে যায়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কলাপাড়া থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।