ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেট এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় মো. আবদুল আল মামুন সরকার (৪০) নামে এক গাড়িচালক নিহত হয়েছেন।

শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মামুনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা সিয়াম আলী জানান, তারা কয়েকজন সহপাঠী সাইনবোর্ড গিরিধারা এলাকায় কোচিং শেষে মাতুয়াইলের বাসায় যাচ্ছিলেন। এসময় মাদ্রাসা রোড এলাকায় রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মামুনের শ্যালক ইমরান খান জানান, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিবলাই গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মামুন। থাকতেন যাত্রাবাড়ীর ধনিয়া এলাকায়। তিনি বাংলাভিশন টেলিভিশনের গাড়িচালক ছিলেন।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বাংলানিউজকে বলেন, ঘটনাস্থল আমাদের থানা এলাকায় কি-না তা জানার চেষ্টা করা হচ্ছে।  ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৯
এজেডএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।