ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

সেই ৩ পুলিশসহ ৪ জনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
সেই ৩ পুলিশসহ ৪ জনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর

টাঙ্গাইল: জনতার হাতে আটক টাঙ্গাইলের মির্জাপুরের বাঁশতৈল পুলিশ ফাঁড়ির সেই তিন পুলিশ সদস্যসহ ৪ জনের প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (২৯ নভেম্বর) টাঙ্গাইলের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামসুল আলমের আদালতে তাদের হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানালে বিচারক প্রত্যেককে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় মির্জাপুর থানার বাঁশতৈল পুলিশ ফাঁড়ির এএসআই রিয়াজুলের নেতৃত্বে পাঁচ পুলিশ সদস্য সাদা পোশাকে সখীপুর উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের হতেয়া-রাজাবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় এলাকায় যান।

সেখানে তারা হতেয়া ভাতকুড়া এলাকার মো. ফরহাদের ছেলে দিনমজুর মো. বজলু মিয়ার পকেটে ইয়াবা ঢুকিয়ে দিয়ে তাকে জোর করে সিএনজি চালিত অটোরিকশায় তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় বজলু চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে ওই অটোরিকশা আটক করে। পরে বজলু উপস্থিত জনতাকে ‘পুলিশ তার পকেটে ইয়াবা ঢুকিয়ে দিয়ে অটোরিকশায় তুলেছে’ একথা জানালে উপস্থিত জনতা উত্তেজিত হয়ে তাদের আটক করে। পরে পুলিশ সদস্যদের পকেট তল্লাশি করে তারা কয়েক প্যাকেট ইয়াবা উদ্ধার করেন। এ সময় বিক্ষুব্ধ জনতা তাদের পিটুনি দিতে থাকলে কনস্টেবল হালিম ও তোজাম্মেল এবং তাদের অপর সোর্স রাজাবাড়ি গ্রামের আলামিন পালিয়ে যেতে সক্ষম হলেও এএসআই রিয়াজুল, কনস্টেবল গোপাল সাহা, রাসেল ও তাদের সোর্স হাসানকে একটি দোকান ঘরে আটকে রাখে। এ খবর পেরে মির্জাপুর ও সখীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।  

ঘটনাস্থল সখীপুর থানাধীন হওয়ায় আটকদের সখীপুর থানায় সোর্পদ করা হয় বলে মির্জাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ জানিয়েছেন।

ঘটনার সত্যতা পাওয়ায় সখীপুর থানার উপ পরিদর্শক (এসআই) আয়নুল হক বাদী হয়ে গভীর রাতে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেন। সখীপুর থানা মামলা নম্বর ১৬।

মামলার তদন্তকারী কর্মকর্তা সখীপুর থানার উপ পরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে বিকেলে টাঙ্গাইল আদালতে হাজির করা হলে বিচারক তাদের প্রত্যেককে ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।  

এ ব্যাপারে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বাংলানিউজকে বলেন, পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।