ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৯
বগুড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় আটক ৪

বগুড়া: বগুড়ার আদমদিঘী উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় পুলিশের ওপর হামলার ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) বিকেলে আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আটকরা হলেন- আদমদিঘী উপজেলার সান্তাহার চা-বাগান এলাকার মন্টুর ছেলে আল অমিন রকি, নুর ইসলামের ছেলে রিফাত, নিউ কলোনির ময়নুল হকের ছেলে সেলিম ও দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পাকিকাঘাট এলাকার জিয়ারুলের ছেলে মনজুরুল ইসলাম।

পুলিশ জানায়, শুক্রবার (২৯ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আনিছুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল সান্তাহার চা-বাগান এলাকার মাদককারবারি শিবলুর বাসায় মাদকদ্রব্য উদ্ধারে অভিযান চালায়। এ সময় শিবলু ও হামিদা বেগম নামে দু’জনকে আটক করা হয়। পরে ওৎ পেতে থাকা অপর আসামিরা পুলিশের ওপর হামলা করে শিবলুকে ছিনিয়ে নিয়ে যান। এ ঘটনায় পুলিশ পরিদর্শক আনিছুর আহত হন। পরে তিনি বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ১২ জনসহ মোট ১৯ জনের বিরুদ্ধে আদমদিঘী থানায় একটি মামলা দায়ের করেন। এরপর অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করছেন।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
কেইউএ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।