ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় ফেনসিডিলসহ পুলিশ সদস্য গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৫ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৯
চুয়াডাঙ্গায় ফেনসিডিলসহ পুলিশ সদস্য গ্রেপ্তার

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদায় ফেনসিডিলসহ বরখাস্ত পুলিশ কনেস্টেবল কবিরুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে মাদক বহনের অপরাধে পুলিশ বিভাগ তাকে বরখাস্ত করে। 

শনিবার (৩০ নভেম্বর) রাতে উপজেলার মুন্সিপুর সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস।  

কবিরুল ইসলাম মেহেরপুরের বন্দরগ্রামের মৃত মিয়াউর রহমানের ছেলে।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিপুর এলাকায় অবস্থান নেয় পুলিশ। এ সময় পুলিশের সন্দেহ হলে একটি ইজিবাইককে গতিরোধ করা হয়।

ইজিবাইকে থাকা বরখাস্তকৃত পুলিশ কনেস্টেবল কবিরুলকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে চার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, এর আগে ২০১৮ সালের ১৭ জুলাই মাদকের সাথে সংশ্লিষ্ট থাকার অভিযোগে তাকে খুলনা জেলা পুলিশ থেকে বরখাস্ত করা হয়। তিনি এখন বরখাস্ত অবস্থাতেই রয়েছেন। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০২১১, ডিসেম্বর ১, ২০১৯
এসই/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।