ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

নিরাপদ সড়ক চাই’র প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৯
নিরাপদ সড়ক চাই’র প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে র‌্যালি

বাগেরহাট: সংগ্রাম, সাফল্য এবং গৌরবের ২৬ বছর পূর্তি উপলক্ষে বাগেরহাটে নিরাপদ সড়ক চাই সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০১ ডিসেম্বর) সকালে বাগেরহাট সিভিল সার্জন অফিসের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে এসে শেষ হয়।

র‌্যালিতে জেলা প্রশাসক মামুনুর রশীদ, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, অতিরিক্ত জেলা প্রশাসক কামরুল ইসলাম, ভারপ্রাপ্ত সিভিল সার্জন পুলক দেবনাথ, বিআরটিএ বাগেরহাটের সহকারী পরিচালক তানভীর আহমেদ, নিরাপদ সড়ক চাই, বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক আলী আকবর টুটুল, সদস্য সচিব অ্যাডভোকেট ইফতেখারুল ইসলাম রানা, যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, যুগ্ম আহ্বায়ক শেখ আসাদ, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সীতা রানী দেবনাথ, পৌর কাউন্সিলর আবুল হাসেম শিপন, শিক্ষক মুখার্জী রবীন্দ্রনাথ, এলজিইডি ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সরদার আব্দুর রব, নিরাপদ সড়ক চাই বাগেরহাটের সদস্য এইচ এম মঈনুল ইসলাম, সাংবাদিক অলিপ ঘটক, মোল্লা মাসুদুল হক, সোহরাব হোসেন রতন, এসএস শোহান, সাইফুল ইসলাম পাভেল, মাহমুদ হাসান, শহিদুল ইসলাম, তানজীম আহমেদ, নাহিদুল ইসলাম, পৌর মহিলা আওয়ামী লীগের সদস্য সচিব সাদিয়া আফরোজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।



র‌্যালি শেষে নিরাপদ সড়ক সড়ক চাই সংগঠনের বাগেরহাট কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা,  ডিসেম্বর ০১, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।