ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কারওয়ান বাজারে রেল ইঞ্জিনের ধাক্কায় নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৯
কারওয়ান বাজারে রেল ইঞ্জিনের ধাক্কায় নিহত ১

ঢাকা: রাজধানীর কারওয়ান বাজার এলাকায় রেল ইঞ্জিনের ধাক্কায় একজন নিহত হয়েছে। 

রোববার (১ ডিসেম্বর) ভোর সাড়ে তিনটার দিকে সিগন্যাল অমান্য করে একটি ট্রাক রেল লাইনে উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে। তবে তার নামপরিচয় জানা সম্ভব হয়নি।

ঢাকা রেলওয়য়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) রকিব উল হোসেন বাংলানিউজকে জানান, ভোর সাড়ে তিনটার দিকে কারওয়ান বাজার ফ্লাইওভারের নিচে একটি ট্রাক সিগন্যাল অমান্য করে লাইনে উঠে যায়। এসময় কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ইঞ্জিন ওই ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকের ভেতরে থাকা একজন নিহত হন। ট্রাকটি জব্দ এবং মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠোনো হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৯
এজেডএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।