ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

লন্ডন ব্রিজে হামলার ঘটনায় প্রধানমন্ত্রীর নিন্দা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৯
লন্ডন ব্রিজে হামলার ঘটনায় প্রধানমন্ত্রীর নিন্দা

ঢাকা: লন্ডন ব্রিজে সংঘটিত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। 

রোববার (০১ ডিসেম্বর) এক বার্তায় প্রধানমন্ত্রী এ নিন্দা জানান। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

 

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে পাঠানো এক লিখিত বার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন শেখ হাসিনা। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য লাভের আশা প্রকাশ করেন তিনি।  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি গ্রহণ করেছে। জঙ্গি ও সন্ত্রাসীদের কোনো ধর্ম-বর্ণ নেই। জঙ্গি-সন্ত্রাসীদের রুখতে ব্রিটিশ সরকারসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে অঙ্গীকারাবদ্ধ।

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৯
এমএ/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।