ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বাঘায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৯
বাঘায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজশাহী: রাজশাহীর বাঘা উপজেলা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (০১ ডিসেম্বর) দুপুরে উপজেলার বলিহার গুচ্ছগ্রামের সুরেন বাবুর পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের বরাত দিয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, কয়েক দিন আগে ওই যুবক এলাকায় ঘোরাফেরা করছিল।

সে সময় তাকে মানসিক ভারসাম্যহীন বলেই মনে হয়েছে স্থানীয়দের। এ অবস্থায় পুকুরে নেমে হয়তো উঠতে পারেনি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির সময় তার শরীরে কোনো আঘাতের চিহৃ পাওয়া যায়নি।

এর পরও মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্ত করা হবে। এছাড়া মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় আপতত অপমৃত্যুর মামলা হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৯
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।