ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ার মিরপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৯
কুষ্টিয়ার মিরপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে হাত-মুখ বাধা অবস্থায় অজ্ঞাত এক নারীর (৪৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। 

রোববার (১ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের নওদাপাড়া এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় ইউপি সদস্য আবু সিদ্দিকের সূত্রে জানা যায়, সকালে বাগানের মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

তবে মৃত নারী স্থানীয় বাসিন্দা নন বলে জানান তিনি।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, আনুমানিক ৪৫ বছর বয়সী এক নারীর মরদেহ বাগানে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে আমরা মরদেহটি উদ্ধার করি। মহিলাটির মুখ বাঁধা, গলায় ওড়না দিয়ে ফাঁস দেওয়া এবং হাত গামছা দিয়ে পেছনের দিকে বাঁধা ছিলো।  

মৃত নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি বলে জানান তিনি।

ওসি আবুল কালাম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৯
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।