ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

জাতীয় মানবাধিকার কমিশনের সচিব হলেন মনিরুজ্জামান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৯
জাতীয় মানবাধিকার কমিশনের সচিব হলেন মনিরুজ্জামান

ঢাকা: জাতীয় মানবাধিকার কমিশনের সচিব নিযুক্ত হয়েছেন মো. মনিরুজ্জামান।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে সংযুক্ত এই অতিরিক্ত সচিবকে প্রেষণে নিয়োগ দিয়ে রোববার (১ ডিসেম্বর) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের আওতাধীন এই সংস্থা মানুষের অধিকার রক্ষায় কাজ করে।

একজন চেয়ারম্যান, সার্বক্ষণিক সদস্যসহ কমিশনারদের নিয়ে কমিশন গঠিত হয়।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৯
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।