ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ডিএমপির আট থানার ওসি বদলি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৯
ডিএমপির আট থানার ওসি বদলি

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আট থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ১৮ জন পুলিশ পরিদর্শককে বদলি করা হয়েছে।

সোমবার (০২ ডিসেম্বর) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

আদেশে ধানমন্ডি থানার ওসি মো. আব্দুল লতিফকে মোহাম্মদপুর থানার ওসি, কাউন্টার টেরোরিজম বিভাগের পুলিশ পরিদর্শক মো. হুমায়ুন কবিরকে ধানমন্ডি থানার ওসি, বিমানবন্দর থানার ওসি মোহাম্মদ নুরে আযম মিয়াকে বনানী থানার ওসি, বনানী থানার ওসি বি. এম. ফরমান আলীকে বিমানবন্দর থানার ওসি, গুলশান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স. ম. কাইয়ুমকে নিউমার্কেট থানার ওসি, কদমতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তোফায়েল আহমেদকে দারুস সালাম থানার ওসি, কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মওদুত হাওলাদারকে চকবাজার থানার ওসি, তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. পারভেজ ইসলামকে বাড্ডা থানার ওসি হিসাবে বদলি করা হয়।

এছাড়াও একই আদেশে, নিউমার্কেট থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমানকে গোয়েন্দা-পশ্চিম বিভাগে, মোহাম্মদপুর থানার ওসি গণেশ গোপাল বিশ্বাসকে প্রসিকিউশন বিভাগে, দারুস সালাম থানার ওসি মো. আসলাম উদ্দিনকে ডিএমপি সদর দফতরের অপারেশন বিভাগে, চকবাজার থানার ওসি মো. সোহরাব হোসেনকে কাউন্টার টেরোরিজম বিভাগে, বাড্ডা থানার ওসি মো. রফিকুল ইসলামকে অর্গানাইজড অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগে, মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ শরীফুল ইসলামকে লজিস্টিকস বিভাগে, দক্ষিণখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল গনি সাবুকে ডিএমপি সদর দফতরের অপারেশন বিভাগে, লাইনওআরে কর্মরত পুলিশ পরিদর্শক শাহ আলমকে মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন), লাইনওআরে কর্মরত পুলিশ পরিদর্শক সামছুল আলমকে ডিএমপি সদর দফতরের অপরাধ বিভাগ ও লাইনওআরে কর্মরত পুলিশ পরিদর্শক এইচ এম কামাল হোসেনকে ডিএমপি সদর দফর ও প্রশাসন বিভাগে বদলি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৯
পিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।