ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৯
ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর হস্তক্ষেপে নবম শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসাছাত্রীর বাল্যবিয়ে বন্ধ হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সোমবার (২ ডিসেম্বর) ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু জানান, হাপানিয়া গ্রামের রফিক আকনের ১৫ বছর বয়সী মাদ্রাসাছাত্রীকে রোববার (১ ডিসেম্বর) রাতে বিয়ে দেওয়ার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়। খবর পেয়ে তিনি ইউপি সদস্যদের নিয়ে কনের বাড়িতে পৌঁছে বাল্যবিয়ের কুফল সম্পর্কে কনে ও তার অভিভাবকদের অবহিত করেন।

পরে নাবালিকা কন্যার ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার অঙ্গীকার করেন অভিভাবকরা। ফলে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পায় ওই ছাত্রী।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৯
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।