ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কালকিনিতে পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৯
কালকিনিতে পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু

মাদারীপুর: মাদারীপুর জেলার কালকিনি উপজেলায় পানিতে ডুবে জমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। 

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলার ডাসার থানার নবগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো-অর্ঘ রায় (৩) ও প্রার্ঘ রায় (৩)।

তারা ওই গ্রামের অনিমেষ রায়ের ছেলে।

জানা গেছে, দুপুরে বাড়ির উঠোনে খেলা করছিল জমজ দুই ভাই অর্ঘ ও প্রার্ঘ। একপর্যায়ে সবার অজান্তে তারা বাড়ির সামনে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পরে তাদের দেখতে না পেয়ে খুঁজতে থাকেন পরিবারের সদস্যরা। পরে পুকুরের পানিতে তাদের ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্মে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি খুবই মর্মান্তিক।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।