ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের এএসআইসহ নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৯
প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের এএসআইসহ নিহত ২ দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শকসহ (এএসআই) দুই জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রায়মনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত দু’জন হলেন- আমিনুল (৩২) ও তার শ্যালক জাহিদুল (২৫)।

আমিনুল ময়মনসিংহের ফুলবাড়িয়া থানায় কর্মরত ছিলেন ও তার শ্যালক জাহিদুল ভালুকার ডাকাতিয়া এলাকার শফিকুল ইসলামের ছেলে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বাংলানিউজকে বলেন, ভোরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে ওই দু’জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৯
একে/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।