ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে বাসচাপায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৯
বাগেরহাটে বাসচাপায় শিশুর মৃত্যু

বাগেরহাট: বাগেরহাটের কচুয়া উপজেলায় বাসচাপায় বাইজিদ শেখ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার পিঙ্গুরিয়ায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাইজিদ কচুয়া উপজেলার পিঙ্গুরিয়া এলাকার বাদশা শেখের ছেলে।

কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বাংলানিউজকে জানান,  সকালে মোরেলগঞ্জের তুলাতলা এলাকার নানা বাড়ি থেকে মায়ের সঙ্গে অটোরিকশাযোগে নিজ বাড়ি ফিরছিল বাইজিদ। পিঙ্গুরিয়া এলাকায় অটোরিকশা থেকে নেমে রাস্তা পারাপারের সময় একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাইজিদের মৃত্যু হয়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান এসআই হাবিবুর।  

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।