ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

নবাবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৯
নবাবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত

নবাবগঞ্জ(ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলায় অটোবাইক ও মোটরসাইকেল সংঘর্ষে বাঁধন (১৯) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। তার মোটরসাইকেলে থাকা রাহাত (১৮) ও ঈশান (১৮) নামে অপর দুই আরোহী আহত হয়।

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে নবাবগঞ্জ পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে ঢাকা-বান্দুরা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাঁধন আগলা গ্রামের অহিদুলের ছেলে।

সে দোহার নবাবগঞ্জ (ডিএন) কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল পৌনে ৪টার দিকে বাঁধন তার সহপাঠী রাহাত ও ঈশানকে মোটরসাইকেলের পেছনে নিয়ে কলেজ থেকে বাড়ি ফিরছিল। নবাবগঞ্জ পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে এলে বিপরীত দিক থেকে আসা অটোবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় অটোবাইকের সঙ্গে বাঁধনের মাথায় বাড়ি
লাগে এবং পড়ে গিয়ে ফেটে যায়। স্থানীয়রা আহত ৩ শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বাঁধনের অবস্থার অবনতি দেখে মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়। মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাঁধনকে মৃত ঘোষণা করেন।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল আলম তালুকদার বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।