ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

শান্তিরক্ষী কার্যক্রম পরিদর্শনে কঙ্গোতে মিডিয়া প্রতিনিধি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৯
শান্তিরক্ষী কার্যক্রম পরিদর্শনে কঙ্গোতে মিডিয়া প্রতিনিধি

ঢাকা: বাংলাদেশি শান্তিরক্ষীদের কার্যক্রম পরিদর্শনে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মনুস্কো (ডিআর কঙ্গো) গেছেন আট সদস্যবিশিষ্ট একটি মিডিয়া প্রতিনিধি দল।

বুধবার (৪ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদের নেতৃত্বে আট সদস্যবিশিষ্ট মিডিয়া প্রতিনিধি দল মনুস্কোর উদ্দেশ্যে মঙ্গলবার (৩ ডিসেম্বর) ঢাকা ত্যাগ করেন।

 

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মনুস্কোতে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীদের কর্মতৎপরতা ও কর্মকাণ্ড জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রচার ও প্রকাশের উদ্দেশ্যে সরেজমিনে মিশন এলাকা পরিদর্শন করাই এ প্রতিনিধি দলের উদ্দেশ্য।

পাশাপাশি মনুস্কোতে নিয়োজিত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাক্ষাৎকার ও বাংলাদেশি শান্তিরক্ষীদের কর্মতৎপরতা সম্পর্কে তাদের মন্তব্য তুলে ধরাও তাদের লক্ষ্য। এছাড়া মনুস্কোতে নিয়োজিত বাংলাদেশি কন্টিনজেন্ট কমান্ডার, জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাক্ষাৎকার নেবে মিডিয়া প্রতিনিধি দলটি।

কঙ্গোর মনুস্কোতে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োমিত কার্যক্রম, শান্তিরক্ষায় তাদের ভূমিকা, কঙ্গোর জনগণের জন্য ব্রিজ, কালভার্ট, স্কুল কলেজ নির্মাণ ও স্বাস্থ্যসেবা প্রদান ইত্যাদি মানবতামূলক কার্যক্রম পরিদর্শন শেষে মিডিয়া প্রতিনিধিদলটির ১৩ ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।