ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পার্বত্য মেলা শুরু বৃহস্পতিবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৯
পার্বত্য মেলা শুরু বৃহস্পতিবার

ঢাকা: রাজধানীর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শুরু হচ্ছে চার দিনব্যাপী পার্বত্য মেলা। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) থেকে শুরু হয়ে এই মেলা চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত।

পার্বত্য মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে জানিয়ে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা নাছির উদ্দিন জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এ মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উৎপাদিত পণ্যসামগ্রীর প্রচার ও বিপণনের মাধ্যমে তাদের স্বনির্ভরতার লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও এ মেলার আয়োজন করা হয়েছে বলে জানায় মন্ত্রণালয়।

নাছির উদ্দিন জানান, মেলায় ১০০টি স্টল থাকবে। এছাড়া প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢাকার স্বনামধন্য শিল্পীদের পাশাপাশি রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলার শিল্পীরা পাহাড়ের ঐতিহ্যবাহী পরিবেশনা পরিবেশন করবেন।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৯
এমআইএইচ/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।