ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

‘পাত্র চাই’ বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৯
‘পাত্র চাই’ বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, যুবক আটক ডিবি পুলিশের হেফাজতে সারোয়ার।

ময়মনসিংহ: ময়মনসিংহে অভিযান চালিয়ে ‘পাত্র চাই’ বিজ্ঞাপন প্রতারক চক্রের সদস্য মো. সারোয়ার উদ্দিন ভূঁইয়াকে (২৮) আটক করেছে পুলিশ।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখা থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, একটি প্রতারক চক্র দীর্ঘদিন যাবত বিভিন্ন পত্রিকায় ‘পাত্র চাই’ বিজ্ঞাপনে লোভনীয় অফার দিয়ে দেশের বিভিন্ন স্থানে সহজ-সরল লোকদের ডেকে নিয়ে মুক্তিপণ আদায় করে আসছিল।

এমন খবর ময়মনসিংহ পুলিশ সুপারের (এসপি) কাছে এলে তিনি বিষয়টি গুরুত্ব দিয়ে জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিষয়টি খতিয়ে দেখার দায়িত্ব দেন। পরে ওসি ওই চক্রের সদস্যদের শনাক্ত করে মঙ্গলবার (৩ ডিসেম্বর) ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ থানায় অভিযান চালিয়ে সারোয়ারকে আটক করে।  

জেলা পুলিশের ডিবি শাখার ওসি শাহ কামাল আকন্দ বাংলানিউজকে জানান, আটক সারোয়ারের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানার মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৯
একে/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।