ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

‘মিরপুরের বৃদ্ধা-গৃহকর্মীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৯
‘মিরপুরের বৃদ্ধা-গৃহকর্মীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়’

ঢাকা: রাজধানীর মিরপুর-২ নম্বর সেকশনের একটি বাসা থেকে উদ্ধার করা বৃদ্ধা রহিমা বেগম (৭০) ও গৃহকর্মী সুমিকে (১৭) শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

ময়নাতদন্ত শেষে বুধবার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. কে এম মাঈনুদ্দিন বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ময়নাতদন্তে দেখা গেছে দু’জনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

এর মধ্যে গৃহকর্মীকে গলা, নাক ও মুখ চেপে শ্বাসরোধ করা হয়েছে। আরও বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করা হলেও তার মাথায়, কাঁধে ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

এরআগে মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় মিরপুর-২ নম্বরের ‘এ’ ব্লকের ২ নম্বর রোডের একটি বাসার চারতলা থেকে বৃদ্ধা রহিমা বেগম ও গৃহকর্মী সুমির মরদেহ উদ্ধার করে পুলিশ।

এসময় ঘটনাস্থল পরিদর্শন শেষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম) কৃষ্ণপদ রায় জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে দু’জনকে হত্যা করা হয়েছে।

** মিরপুরে ভবন থেকে বৃদ্ধা ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৯
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।