ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রামপুরায় বিয়ারসহ ২ মাদকবিক্রেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৯
রামপুরায় বিয়ারসহ ২ মাদকবিক্রেতা আটক

ঢাকা: রাজধানীর রামপুরা এলাকা থেকে বিয়ারসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আটক মাদকবিক্রেতারা হলেন- বিল্লাল হোসাইন (৩৭) ও রিপন সরকার (২২)।

বুধবার (৪ ডিসেম্বর) র‌্যাব-৩ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার বিনা রানী দাস বাংলানিউজকে এ তথ্য জনান।

তিনি জানান,  বুধবার সকাল সাড়ে পাঁচটায় রামপুরা, হাতিরঝিল, ৪৬৪/এইচ ডিআইটিরোড ইসলাম টাওয়ারের সামনে অভিযান চালানো হয়।

এ সময় পিকআপভ্যানের পেছন থেকে ১২৯৬ ক্যান বিয়ার, দুইটি মোবাইলসেট ও নগদ ১১ হাজার টাকাসহ দু’জনকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটক মাদকবিক্রেতারা  দীর্ঘদিন ধরে বিয়ার সীমান্ত এলাকা থেকে কিনে পরিবহনের মাধ্যমে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন র‌্যাবের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৯
এমএমআই/এএটি

 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।