ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ভাষাসংগ্রামী তোফাজ্জল হোসেনের মৃত্যুবার্ষিকী ৫ ডিসেম্বর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৯
ভাষাসংগ্রামী তোফাজ্জল হোসেনের মৃত্যুবার্ষিকী ৫ ডিসেম্বর

ঢাকা: ভাষাসংগ্রামী তোফাজ্জল হোসেনের চতুর্থ মৃত্যুবার্ষিকী পাঁচ ডিসেম্বর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। 

এ উপলক্ষে বৃহস্পতিবার ধানমন্ডি এলাকায় ‘র‌্যাংগস অরনি’ ফ্ল্যাট নম্বর ডি-২, বাড়ি নম্বর ১৪, ১৫ নম্বর (নতুন) বাসায় মরহুমের পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে সব শুভানুধ্যায়ীদের কাছে মরহুমের জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে।

২০১৫ সালের এ দিনে তিনি মৃত্যুবরণ করেন। ১৯৩৫ সালের ৯ অক্টোবর কুমিল্লার দাউদকান্দি উপজেলার তালেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন ভাষাসংগ্রামী তোফাজ্জল হোসেন। ছাত্রজীবন থেকে প্রগতিশীল রাজনীতিতে সক্রিয় তোফাজ্জল হোসেন এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সব সংগ্রামে ভূমিকা রাখেন।  

১৯৫২ সালের ভাষা আন্দোলনে ভূমিকার পাশাপাশি ১৯৫৩ সালে কবি হাসান হাফিজুর রহমান সম্পাদিত ‘একুশে ফেব্রুয়ারি’ সংকলনের ‘রক্ত স্মরণে আমরা আজিকে তোমারে স্মরণ করি’ শিরোনামের গানটি তিনি রচনা করেন।

চাকরিজীবনে বাংলাদেশ সরকারের তথ্য অধিদপ্তরের অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে তিনি অবসর গ্রহণ করেন। পাশাপাশি কবি ও গীতিকার হিসেবেও তিনি পরিচিতি লাভ করেন। তার প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে ‘হৃদয় রক্তরাগে’, ‘একুশে ভুবনময়’, ‘নতুন যুগের ভোরে’ ইত্যাদি উল্লেখযোগ্য। সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভাষাসৈনিক সম্মাননা, পদক্ষেপ ও পদাথিকের সম্মাননা ও ঋষিজ পদক অর্জন করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৯
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।