ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

শিশু জয়কে গলাটিপে হত্যা করে সৎ মা!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৫ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৯
শিশু জয়কে গলাটিপে হত্যা করে সৎ মা!

গোপালগঞ্জ: গোপালগঞ্জে শিশু জয় বিশ্বাসকে (৭) তার সৎমা আখি বিশ্বাস(২০) গলাটিপে হত্যা করেছে বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তিনি ওই শিশুর মরদেহ বাড়ির পাশের একটি পুকুরে ফেলে দেন বলে জানায়। 

বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবিরের আদালতে ওই হত্যাকারী হত্যার কথা স্বীকার করে।

গোপালগঞ্জ সদর থানার উপ পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা সাখাওয়াত হোসেন মৃধা জানান, হত্যাকারী আদালতে স্বীকারোক্তিতে জানিয়েছে- গত ২৮ নভেম্বর সন্ধ্যার পর জয়কে পড়ালেখা নিয়ে ঘাড়ে আঘাত করলে সে জ্ঞান হারিয়ে ফেলে।

পরে গলাটিপে তার মৃত্যু নিশ্চিত করে সবার অজান্তে বাড়ির পাশে পুকুরে ফেলে দেয়। এ ঘটনায় মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে পুলিশ সন্দেহবশত সৎমা আখি বিশ্বাসকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে পুলিশের কাছে প্রথমে ও পরে আদালতে এই হত্যার দায় স্বীকার করে।  

এর আগে ৩০ নভেম্বর (শনিবার) গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের বাড়ির পাশের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় নিহত জয় বিশ্বাসের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর দুই দিন আগে সে নিখোঁজ হয়। সে একই গ্রামের ধর্মেন্দ্র বিশ্বাসের ছেলে।  

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।