ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

আইপিএস চীনের বিআরআই’র বিরুদ্ধে নয়

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৭ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৯
আইপিএস চীনের বিআরআই’র বিরুদ্ধে নয় সহকারী মার্কিন প্রতিরক্ষামন্ত্রী র‍্যান্ডল শ্রাইভার।

ঢাকা: যুক্তরাষ্ট্রের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় নিরাপত্তা বিষয়ক সহকারী মার্কিন প্রতিরক্ষামন্ত্রী র‍্যান্ডল শ্রাইভার বলেছেন, ইন্দো-প্যাসিফিক কৌশল (আইপিএস) চীনের বেল্ট অ্যান্ড রোড (বিআরআই) উদ্যোগের বিরুদ্ধে নয়। এছাড়া প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র।

বুধবার (৪ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী র‍্যান্ডল শ্রাইভার মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুই দিনের সফরে ঢাকা আসেন।

এ সময় সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করেন। সফরের শেষ দিন বুধবার তিনি সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হন।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী র‍্যান্ডল শ্রাইভার জানান, আইপিএস উদ্যোগ উম্মুক্ত। এ অঞ্চলের দেশগুলো এ উদ্যোগের মধ্যে সম্পৃক্ত হলে লাভবান হতে পারে। আগামী দিনে এ উদ্যোগের অনেক সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানান।

এক প্রশ্নের জবারে তিনি বলেন, আইপিএস উদ্যোগের সঙ্গে অনেকেই চীনের বেল্ট অ্যান্ড রোড (বিআরআই) উদ্যোগের সামঞ্জস্য দেখছেন। তবে আইপিএস, বিআরআইয়ের বিরুদ্ধে নয় বলেও জানান তিনি।

র‍্যান্ডল শ্রাইভার বলেন, বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র। এ সম্পর্ক উন্নয়নের মধ্যে দিয়ে সবাই লাভবান হবে বলে মন্তব্য করেন তিনি। এছাড়া আগামী দিনে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা করেন তিনি।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৯
টিআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।