ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সিদ্ধেশ্বরীতে ভবন থেকে পড়ে তরুণীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৫ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৯
সিদ্ধেশ্বরীতে ভবন থেকে পড়ে তরুণীর মৃত্যু

ঢাকা: রাজধানীর রমনা থানাধীন সিদ্ধেশ্বরীতে একটি ভবন থেকে পড়ে এক তরুণীর মৃত্যু হয়েছে। প্রাথমিক নিহতের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

বুধবার (৪ ডিসেম্বর) দিনগত রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, মালিবাগ সিআইডি অফিসের রাস্তার বিপরীতে আয়েশা শপিং কমপ্লেক্সের পেছনে দুই ভবনের মাঝ থেকে তরুণীর মরদেহ উদ্ধার করা হচ্ছে।

গলির মধ্যে সিদ্ধেশ্বরী সার্কুলার রোডে ঘটনাটি ঘটে। আমরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছি। এই এলাকার আশপাশে বেশ কয়েকটি বহুতল ভবন আছে। কোন বাড়ি থেকে তরুণী পড়েছে তা চিহ্নিত করার চেষ্টা করছি। মরদেহ রাস্তায় পড়ে আছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৯
এজেডএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।