ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে সতর্ক পুলিশ, নিরাপত্তা জোরদার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৯
নারায়ণগঞ্জে সতর্ক পুলিশ, নিরাপত্তা জোরদার নারায়ণগঞ্জে সব ধরনের প্রস্তুতি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। সেই সঙ্গে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় নিরাপত্তা জোরদার করতে প্রস্তুত রাখা হয়েছে জলকামান ও এপিসি কার। 

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল থেকেই শহরের বিভিন্ন মোড়ে পুলিশের এমন অবস্থান লক্ষ্য করা যায়। মূলত বিএনপির কারাবন্দি অসুস্থ চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের শুনানির দিন আজ আর সেই জামিন শুনানির আদেশকে কেন্দ্র করে শহরে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্যই এ অবস্থান নিয়েছে পুলিশ।

এছাড়া, পুলিশের মোবাইল টিমও একটু পরপরই টহল দিচ্ছে। শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টেও মোতায়েন করা হয়েছে পুলিশ সদস্য।

সদর মডেল থানার পরিদর্শন (অপারেশন) জয়নাল আবেদীন বাংলানিউজকে বলেন, জননিরাপত্তায় এটি আমাদের নিয়মিত টহল। এর বাইরে কিছু না।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৯
এমআরপি/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।