ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বসুন্ধরা এমডিকে পশ্চিমবঙ্গ বিজেপির শুভেচ্ছা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৯
বসুন্ধরা এমডিকে পশ্চিমবঙ্গ বিজেপির শুভেচ্ছা

ঢাকা: ভারত সফরে গেছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর। দেশটিতে পৌঁছানোর পর তাকে বিজেপির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।  

বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) সকালে কলকাতার নেতাজী সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখানে তাকে ফুলেল শুভেচ্ছা জানান পশ্চিমবঙ্গ বিজেপির ভাইস প্রেসিডেন্ট কৃষ্ণা ভট্টাচার্য।

 

এ সময় বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও বেসরকারি টেলিভিশন নিউজটোয়েন্টিফোরের প্রধান নির্বাহী নঈম নিজাম উপস্থিত ছিলেন।  

পশ্চিমবঙ্গ বিজেপির ভাইস প্রেসিডেন্ট কৃষ্ণা ভট্টাচার্য বলেন, আমি এখন পশ্চিমবঙ্গে থাকলেও আমার পূর্ব-পুরুষ বাংলাদেশের ছিলেন। তাদের বাড়ি ছিল চট্টগ্রামে। এ কারণে বাংলাদেশের প্রতি আলাদা একটা টান অনুভব করি। সেখানকার মানুষকেও ভালোবাসি।

এর আগে ২০১৭ সালে ভারতের মর্যাদাপূর্ণ ‘দাদাসাহেব ফালকে এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পান ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড ও বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর।  

মিডিয়া ও সমাজসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে ওই বছর এ পুরস্কারে ভূষিত করা হয়।  

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৯
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।