ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৯
বরিশালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন বরিশালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।

বরিশাল: ‘অভিগম্য আগামীর পথে’ শ্লোগানে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বরিশালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে নগরের সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে র‌্যালিটি নগরের কালীবাড়ি রোডের সমাজসেবা কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।

পরে সমাজসেবা কার্যালয়ের হলরুমে সমাজসেবা বিভাগের উপ-পরিচালক আল-মামুন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রাকিব।

সভায় বক্তারা প্রতিবন্ধীদের সমাজের বোঝা নয়, সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। প্রতিবন্ধীদেরও তাদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে।

সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৯
এমএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।