ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

হোস্টেজ ক্রাইসিস নেগোসিয়েশন করলেন ১৫ সোয়াট সদস্য

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৯
হোস্টেজ ক্রাইসিস নেগোসিয়েশন করলেন ১৫ সোয়াট সদস্য

ঢাকা: যুক্তরাজ্যের কাউন্টার টেরোরিজম নেগোসিয়েশন টিমের তত্ত্বাবধানে ১২ দিনের হোস্টেজ ক্রাইসিস নেগোসিয়েশন কোর্স সম্পন্ন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১৫ সোয়াট সদস্য।

বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) কার্যালয়ে এই কোর্সে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট দেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। গত ২৪ নভেম্বর থেকে শুরু হওয়া কোর্সটি সার্টিফিকেট দেওয়ার মধ্য দিয়ে ০৫ ডিসেম্বর শেষ হয়।

যুক্তরাজ্য পুলিশ টিমকে ধন্যবাদ জানিয়ে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, হোস্টেজ নেগোসিয়েশন দুরূহ কাজের মধ্যে অন্যতম। আমাদের দক্ষতা বাড়ানোর জন্য আন্তর্জাতিকভাবে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের পুলিশ সহযোগিতা করছে। এতে আমাদের সক্ষমতা বাড়ছে।

প্রতিটি বিষয় চর্চার দরকার আছে। ট্রেনিং করে বসে থাকলে চলবে না। নিজেদের মধ্যে এ বিষয়ে অনুশীলন করে সক্ষমতা বৃদ্ধি করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম বলেন, এই প্রথম বাংলাদেশ পুলিশে হোস্টেজ নেগোসিয়েশন কোর্স সম্পন্ন করা হয়েছে। এই ট্রেনিংয়ের ফলে কোনো রকম হোস্টেজ ক্রাইসিস হলে আমরা সফলভাবে মোকাবিলা করতে পারব বলে আমাদের বিশ্বাস।

এ সময় যুক্তরাজ্য কাউন্টার টেরোরিজম নেগোসিয়েশন টিমের সদস্য ইন্সপেক্টর কেটি মার্টিন, মার্ক ব্রুক্স ও ড্রিক ক্যারো উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৯
পিএম/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।