ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে গাঁজাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৯
মেহেরপুরে গাঁজাসহ আটক ২

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর এলাকা থেকে আট কেজি গাঁজাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে পীরতলা পুলিশ ফাঁড়ির সদস্যরা তাদের আটক করে।

আটকরা হলেন- শরীয়তপুর জেলার পালং থানার বিনোদপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে ফকরুল ইসলাম (২৫) ও মাদারীপুর জেলার আমিরাবাদ গ্রামের মোদছের আলীর ছেলে শাহীন (৩৮)।

ওই ফাঁড়ির টুআইসি সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আহমেদ আলী বাংলানিউজকে জানান, সকালে সাহেবনগর এলাকায় বস্তাভর্তি বস্তু নিয়ে আলগামনের জন্য ওই দু’জনকে অপেক্ষা করতে দেখে সন্দেহ হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ করতে গেলে তারা পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের বস্তা খুলে ভেতর থেকে দুই প্যাকেটে মোড়ানো আট কেজি গাঁজা জব্দ করা হয়। এ বিষয়ে তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মেহেরপুর কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।