ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বিপুল সংখ্যক পাসপোর্টসহ ৩ মানবপাচারকারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৯
বিপুল সংখ্যক পাসপোর্টসহ ৩ মানবপাচারকারী আটক

ঢাকা: রাজধানীর বাসাবো এলাকায় অভিযান চালিয়ে বিপুল সংখ্যক ভুয়া পাসপোর্ট ও বৈদেশিক মুদ্রাসহ মানবপাচারকারী চক্রের ৩ সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় এক নারীসহ মোট পাঁচ ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়। 

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দিনভর বাসাবোর গোড়ান এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করে র‍্যাব-৩।  

আটকরা হলেন- ফারুক ও তার দুই সহযোগী তৈয়ব এবং জাফর।

তাদের কাছ থেকে ১১৫টি পাসপোর্ট,  (৯৪টি নারীর ও ২১টি পুরুষের), ভুয়া পাসপোর্ট তৈরির বিভিন্ন ছবি, ১৮টি ট্রাভেল এজেন্সির কার্ড, বিভিন্ন দেশের মুদ্রাসহ বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়।

র‍্যাব-৩-এর কোম্পানি কমান্ডার (সিপিসি-২) মেজর মো. জাহাঙ্গীর আলম জানান, এই চক্রের মূল হোতা ফারুক। তাদের টার্গেট মালয়েশিয়া ও সৌদি আরবে মানুষ পাচার করা। আমরা আটকদের জিজ্ঞাসাবাদ করছি। তাদের সঙ্গে আরও কারা জড়িত তা জানার চেষ্টা চলছে। আটকদের বিরুদ্ধে রাজধানীর খিলগাঁও থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২৪৪ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৯
পিএম/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।