ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সলঙ্গায় ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৯
সলঙ্গায় ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাকচাপায় ফরিদ উদ্দিন ফটিক (৫০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরের দিকে মহাসড়কের বগুড়া-নগরবাড়ী মহাসড়কের রানীনগর জামে মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরিদ উদ্দিন ফটিক থানার পাটধারী গ্রামের মৃত সুজাব আলীর ছেলে।



হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান জানান, দুপুরে মহাসড়কের পাটধারী থেকে ভ্যান নিয়ে বোয়ালিয়া যাচ্ছিলেন ফরিদ উদ্দিন ফটিক। এ সময় একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

এদিকে স্থানীয়দের অভিযোগ, ভ্যানগাড়ি নিয়ে মহাসড়কে ওঠার সময় পুলিশ চালক ফটিককে ধাওয়া দেয়। এ সময় একটি ট্রাক এসে ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।  

তবে এ বিষয়ে ওসি জানান, ওই সময় মহাসড়কে কোনো পুলিশ সদস্য ছিল না। হয়তো কাউকে পুলিশ ভেবে কাউকে দেখে পালানোর সময় দুর্ঘটনাটি ঘটতে পারে।  

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।