ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে ৫৭ শতক খাস জমি উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৮ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৯
সৈয়দপুরে ৫৭ শতক খাস জমি উদ্ধার

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর উপজেলায় প্রভাবশালীদের দখলে থাকা ৫৭ শতক সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার খাতামধুপুর ইউনিয়নে মুশরত ধুলিয়া গ্রামে ওই জমি উদ্ধার করেন সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার।

উপজেলা ভূমি কার্যালয়ের সূত্র জানায়, রংপুরের তারাগঞ্জের দোয়ালীপাড়া গ্রামের প্রভাবশালী ব্যক্তি মোকছেদ আলী, মোজাহারুল হক, গোলাম কবীর ও মোজাফফর হোসেন ৫৭ শতক সরকারি জমি নিজেদের দখলে রেখেছিলেন, যার মূল্য প্রায় ২০ লাখ টাকা ।

সৈয়দপুর থানা পুলিশসহ ভূমি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতায় ওই এক নম্বর খতিয়ানে ৫২৯৯ ও ৫৩১২ দাগের ওই জমি উদ্ধারের পর তাতে লাল নিশান উড়িয়ে দেওয়া হয়।

সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার জানান, ওই ৫৭ শতক জমি প্রভাবশালীরা দখলে রেখেছিল। এছাড়াও খাস জমি উদ্ধারের ধারাবাহিকতায় গত ২৫ নভেম্বর বাঙালিপুর ইউনিয়নের লক্ষণপুর চড়কপাড়া এলাকায় ১৮ শতক জমি উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা।  

খাস জমির উদ্ধারের এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০০২৭ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৯
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।