ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে পৃথক অভিযানে ইয়াবাসহ আটক ৬ যুবক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৯
বরিশালে পৃথক অভিযানে ইয়াবাসহ আটক ৬ যুবক

বরিশাল: বরিশালের বিভিন্ন স্থানে পৃথক তিন অভিযানে ইয়াবাসহ ছয় যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) দিনগত রাতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

ডিবির উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেনের নেতৃত্বে এক অভিযানে নগরের কাটপট্টি রোড এলাকার আবাসিক হোটেল অ্যাথেনার চতুর্থ তলার ৪১২ নম্বর কক্ষ থেকে পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের তাতেরকাঠি এলাকার মো. তরিকুল ইসলাম (২৩) ও বরিশাল নগরের গোরস্থান রোডের মো. রায়হান হুসাইন রিফাতকে (২২) ছয় পিস ইয়াবাসহ আটক করা হয়।

অপর অভিযানে উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি টিম কাটপট্টি রোড থেকে নগরের চরের বাড়ি এলাকার মো. আরিফুল ইসলাম হাওলাদারকে (২০) একশ পিস ইয়াবাসহ আটক করে।

এছাড়া নগরের অক্সফোর্ড মিশন রোডে অভিযান চালিয়ে ঝালকাঠির নলছিটি উপজেলার ষাটপাকিয়া এলাকার মো. আবু সাইদ রায়হান (২৪), বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী এলাকার মো. জুবায়ের আহাম্মেদ আনন্দ (২৪) ও নগরের মুনসুর কোয়ার্টার এলাকার মো. সাইফুল ইসলাম ছাব্বিরকে (২২) ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

বাংলাদেশ সময়: ০২৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৯
এমএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।