ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে হেরোইনসহ ২ মাদকবিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৯
মেহেরপুরে হেরোইনসহ ২ মাদকবিক্রেতা আটক

মেহেরপুর: মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পুলিশ শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পাশে অভিযান চালিয়ে ১৮ গ্রাম হেরোইনসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে।

আটকরা হলেন শহরের ফৌজদারীপাড়া এলাকার বাসিন্দা স্বাধীন (২২) ও রবিন হোসেন (২০)।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলামের নেতৃত্বে একটি দল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে তাদের আটক করেন।

এসময় তাদের কাছ থেকে ১৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের ওসি কে এম রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  

এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ০৪৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৯
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।