ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রায়পুরায় বাসের ধাক্কায় পথচারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৯
রায়পুরায় বাসের ধাক্কায় পথচারী নিহত

নরসিংদী: নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল বাসস্ট্যান্ডে বাসের ধাক্কায় বাদল মিয়া ভাণ্ডারী (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বাদল মরজাল এলাকার বাসিন্দা।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, সকালে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকামুখি তিতাস এক্সপ্রেস নামে একটি বাস ওই মহাসড়কের উল্টো পথে চালিয়ে যাচ্ছিল। এসময় বাসটি মরজাল বাসস্ট্যান্ড অতিক্রম করার সময় পথচারী বাদলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

ঘাতক বাসটি জব্দ করাসহ চালক সালাহ উদ্দিনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।