ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বোদায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৮ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৯
বোদায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাকের চাপায় জাহাঙ্গীর আলম (৪৪) নামে এক ইজিবাইকচালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ইজিবাইকের তিন আরোহী। 

শুক্রবার (০৬ ডিসেম্বর) রাতে উপজেলার সাকোয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর শালডাঙ্গা এলাকার হামিদুলের ছেলে।

তবে আহতদের নাম, ঠিকানা জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রী নিয়ে সাকোয়া থেকে শালডাঙ্গা যাচ্ছিল একটি ইজিবাইক। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ইজিবাইকটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় ইজিবাইকের চালক জাহাঙ্গীরসহ অপর ৩ আরোহী। দ্রুত স্থানীয়রা তাদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন। আহত অপর আরোহীদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে (রমেক) পাঠানো হয়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মোহাম্মদ আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।