ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৯
নোয়াখালীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

নোয়াখালী: নোয়াখালী জেলা শহর মাইজদীর প্রধান সড়কে মোটরসাইকেলের ধাক্কায় নজরুল ইসলাম নিজামী (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম নিজামী সদর উপজেলার পৌর এলাকার মৃত অ্যাডভোকেট এ কে এম নুরুল হুদার ছেলে।

স্থানীয়রা জানায়, নজরুল ইসলাম নতুন বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আঘাত পান। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন বাংলানিউজকে জানান, নিহতের মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালে রয়েছে।  

বাংলাদেশ সময়: ২৩৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।