ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কাশিয়ানীতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৯
কাশিয়ানীতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা 

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ফিরোজ মোল্যা (৪২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৬ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার এম এ খালেক ডিগ্রি কলেজ মাঠে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।  ফিরোজ মোল্যা উপজেলার চর পিঙ্গলীয়া গ্রামের মৃত আলেব মোল্যার ছেলে।

তিনি পেশায় একজন কাঠ মিস্ত্রি।  

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, শুক্রবার রাতের কোনো  এক সময় এম এ খালেক ডিগ্রি কলেজ মাঠে ফিরোজ মোল্যাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।  

শনিবার সকালে ওই মাঠে ফিরোজ মোল্যার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ-২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও জানান, নিহতের মাথা, গলাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।  

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।