ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে ২য় দফায় ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৯
সাভারে ২য় দফায় ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

সাভার (ঢাকা): দ্বিতীয় দফায় ঢাকা-আরিচা মহাসড়কের সাভার অংশে উচ্ছেদ অভিযানে প্রায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) কর্তৃপক্ষ।

শনিবার (৭ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত সাভারের পাকিজা থেকে সাভার স্ট্যান্ড পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন সওজ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও যুগ্মসচিব মো. মাহবুবর রহমান ফারুকী।

এ বিষয়ে মাহবুবুর রহমান ফারুকী বাংলানিউজকে বলেন, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে নবীনগর পর্যন্ত মহাসড়কের দু’পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়েছে। অভিযানের প্রথম দফায় গত ২৫ ও ২৬ নভেম্বর ১২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। শনিবার দ্বিতীয় দফায় ছোট-বড় স্থাপনা ও ভবনসহ পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পর্যায়ক্রমে নবীনগর জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালানো হবে।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।