ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কটিয়াদীতে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৬ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৯
কটিয়াদীতে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে সাদ্দাম (৩০) নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় রাকিব ও জাকির নামে আরও দুইজন আহত হয়েছেন।

শনিবার (০৭ ডিসেম্বর) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  

এর আগে, শুক্রবার (০৬ ডিসেম্বর) রাতে উপজেলার বনগ্রাম ইউনিয়নের ভিটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত সাদ্দাম উপজেলার ভিটিপাড়া গ্রামের আরজু মিয়ার ছেলে। তিনি আকিজ কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন।  

শনিবার সন্ধ্যায় হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোনাহর আলী বাংলানিউজকে জানান, শুক্রবার (০৬ ডিসেম্বর) রাতে উপজেলার ভিটিপাড়া এলাকার একটি ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে সাদ্দামসহ তার সঙ্গীয় রাকিব ও জাকিরের পথরোধ করেন শাহাদত হোসেন রাজিবসহ কয়েকজন। তখন কাটাকাটির জের ধরে সাদ্দামকে ছুরিকাঘাত করা হয়। এসময় রাকিব ও জাকির বাধা দিতে গেলে তাদেরও ছুরিকাঘাত করা হয়। পরে তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই সাদ্দামকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে সাদ্দাম মারা যান।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। এ ব্যাপারে আইগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।