ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে গ্যাসপাইপ লিকেজের আগুনে ৪ শ্রমিক দগ্ধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৯
রাজধানীতে গ্যাসপাইপ লিকেজের আগুনে ৪ শ্রমিক দগ্ধ

ঢাকা: রাজধানীর আগারগাঁওয়ের রাস্তায় গ্যাসপাইপ লিকেজ থেকে আগুনে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। তারা ওয়াসার হয়ে কাজ করেন।

শনিবার (০৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন- জুনায়েদ (২৪), রুবেল (২৮) কবির আহমেদ (২৫) ও নিলু মোল্লা (৩৮)।

দগ্ধ নিলু মোল্লা বাংলানিউজকে বলেন, আমরা ওয়াসার কাজ করি। আগারগাঁও তালতলা এলাকায় বসবাস। কয়েকদিন ধরে আগারগাঁও বিজ্ঞান জাদুঘরের উল্টা পাশে পানির পাইপ বসানোর কাজ করছিলাম।

তিনি বলেন, সন্ধ্যায় রাস্তায় কাজ করার সময় অন্য একটি গ্যাসপাইপে আঘাত লেগে লিকেজ হয়। সেখানে মেরামত করার সময় পাইপ লিকেজ থেকে আগুনে দগ্ধ হই।

তাদের উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ বাচ্চু মিয়া বাংলানিউজকে বলেন, দগ্ধদের মধ্য জুনায়েদের হাত, পা ও মুখ ঝলসে গেছে। রুবেল, কবিরের হাত, পা ও পেট দগ্ধ হয়েছে। নিলু মোল্লার পায়ে সামান্য দগ্ধ হয়েছে। নিলুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাকি তিনজনকে ভর্তি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৪৬ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৯
এজেডএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।