ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকার দুই সিটি নির্বাচন যথাসময়ে হবে: তাজুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৯
ঢাকার দুই সিটি নির্বাচন যথাসময়ে হবে: তাজুল

ঢাকা: ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী তাজুল ইসলাম।  

তিনি বলেছেন, সঠিক সময়েই ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে নির্বাচন কমিশনকে বলা হয়েছে।

মন্ত্রণালয়ও এ সংক্রান্ত ফাইল অনুমোদন করেছে। এখন নির্বাচন দেওয়াটা ইসির দায়িত্ব। আশা করছি যথা সময়েই দুই সিটি নির্বাচন হবে।  

রোববার (০৮ ডিসেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম বাংলাদেশ (আইবিএফবি) ও নগর গবেষণা কেন্দ্রের (সিইউএস) যৌথ উদ্যোগে আয়োজিত ‘এজ অব ডুয়িং বিজনেস: ডিলিং উইথ কনস্ট্রাকশন পারমিট’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন।  

ব্যবসায়ীদের দেশের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, যেকোনো ব্যক্তি রাজনীতি বা ব্যবসা করলে খারাপ হয় না। তবে আমাদের ভালো-খারাপের বিভাজনও করতে হবে। সবাই খারাপ না, আবার সবাই ভালোও নয়। তাই নিজ নিজ জায়গা দেশের কল্যাণে কাজ করতে হবে।

সেমিনারে আইবিএফবি সভাপতি হুমায়ন রশিদ বলেন, ব্যবসার ক্ষেত্রে নির্মাণ সংক্রান্ত অনুমতির ক্ষেত্রে আমাদের চেয়ে প্রতিবেশী ভারত অনেক এগিয়ে। তারা যেখানে ২৭, আমরা সেখানে ১৩৫ নম্বরে রয়েছি।  

‘আমাদের এখানে জমিসহ অন্যান্য বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন ও ছাড়পত্রের ক্ষেত্রে ৩/৪ বছর লেগে যায়। এই দীর্ঘসূত্রতা কমাতে হবে। তবেই এসডিজির অভীষ্টসমূহে পৌঁছানো সহজ হবে। ’ 

নগর গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন নগর পরিকল্পনাবিদ সালমা এ শাফি, বেসিসের সাবেক সভাপতি হাবিবুল্লাহ এন করিম, বিল্ডিং রিসার্চের নির্বাহী পরিচালক প্রকৌশলী আবু সাদাত, অর্থনীতিবিদ গোলাম মর্তুজা প্রমুখ।  

সেমিনার পরিচালনা করেন আইবিএফবি-এর সহ-সভাপতি এম এস সিদ্দিক।  

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৯ 
ইএআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।