ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

আখাউড়া থেকে ৯  রোহিঙ্গা  আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৯
আখাউড়া থেকে ৯  রোহিঙ্গা  আটক

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নারী ও শিশুসহ ৯ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ।

বুধবার (১১ ডিসেম্বর) ভোরে ঢাকা-আগরতলা আন্তর্জাতিক সড়কের আখাউড়া উপজেলা পরিষদের সামনে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে পুলিশ তাদের আটক করে। আটকদের মধ্যে ৪ শিশু ও ৩ জন নারী রয়েছে।

 

আটক ব্যক্তিরা হলো- সৈয়দ আলম (৩০), ইউনুস (১৮), আমেনা খাতুন (৫০), মাজেদা খাতুন (২৫), সেনোরা খাতুন (২২), জান্নাত (৫), আজিজুর রহমান (০১), মূয়রা বেগম (০৬) ও আয়েশা বিবি (০৩)।

পুলিশ জানায়, আটক ব্যক্তিরা আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে পলানোর চেষ্টায় ব্যর্থ হয়ে উপজেলার গাজীর বাজার থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা দিয়ে আখাউড়া রেলস্টেশনে আসার পথে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা আলমগীর হোসেন তাদের আটক করে।  

রোহিঙ্গাদের বিষয়টি নিশ্চিত করে দুপুরে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী বাংলানিউজকে জানান, ভারতে পলানোর চেষ্টায় ব্যর্থ হয়ে ফেরার পথে পুলিশ তাদের আটক করে। জিজ্ঞাসাবাদে তারা সবাই রোহিঙ্গা ও মিয়ানমারের নাগরিক বলে পুলিশের কাছে স্বীকার করেছে।  

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ডিসরম্বর ১১, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।