ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

শাহজালাল বিমানবন্দরে বৃহস্পতিবারও ৩ ঘণ্টা উড়বে না প্লেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৯
শাহজালাল বিমানবন্দরে বৃহস্পতিবারও ৩ ঘণ্টা উড়বে না প্লেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।

ঢাকা: বাংলাদেশ বিমানবাহিনীর মহড়ার কারণে বৃহস্পতিবারও (১২ ডিসেম্বর) প্রায় তিন ঘণ্টা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশে উড়বে না প্লেন। ইতোমধ্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বাংলাদেশ এ নির্দেশনা জারি করেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বুধবারের (১১ ডিসেম্বর) মতো বৃহস্পতিবারও (১২ ডিসেম্বর) সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৫০ মিনিট পর্যন্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ উড্ডয়ন ও অবতরণ বন্ধ থাকবে।  

বিষয়টি নিশ্চিত করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তৌহিদ-উল-আহসান বাংলানিউজকে বলেন, আমরা ইতোমধ্যে দেশি-বিদেশি সব এয়ারলাইন্সকে নির্দেশনা জানিয়ে দিয়েছি, যেন এসময় আকাশে কোনো বিমানের উপস্থিতি না থাকে।

 

ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার (পাবলিক রিলেশন) মো. কামরুল ইসলাম বলেন, আমরা নির্দেশনা পেয়েছি, সে অনুযায়ী আমাদের ফ্লাইট শিডিউল সাজানো হয়েছে।  

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের ন্যাশনাল প্যারেডের যে এয়ার শো অনুষ্ঠিত হবে, তার প্রস্তুতিমূলক মহড়ার জন্যই মূলত বুধবার ২ ঘণ্টা ৫০ মিনিট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেন উড্ডয়ন-অবতরণ বন্ধ রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৯
টিএম/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।