ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

খালেদাকে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ কামরুলের 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৯
খালেদাকে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ কামরুলের 

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির জন্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্য কামরুল ইসলাম। 

তিনি বলেছেন, খালেদা জিয়ার মামলার যে মিরট সে অনুযায়ী তার মুক্তি বা জামিন পাওয়ার কোনো কারণ নাই। কাজেই তাদের রাষ্ট্রপতির কাছে ক্ষমতা চাওয়া উচিত।

সংবিধানের বিধি-বিধান অনুসারে তাদের একমাত্র পথ হচ্ছে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া। তিনি (রাষ্ট্রপতি) ইচ্ছা করলে তাকে মুক্তি দিতে পারেন।   

আপিল বিভাগে খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ হওয়ার পর  বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে এক প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট কামরুল ইসলাম এসব কথা বলেন।  

পড়ুন>>খালেদা জিয়ার জামিন খারিজ

এর আগে দুপুরে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দেন। তবে খালেদা জিয়া যদি সম্মতি দেন তাহলে তাকে বায়োলজিক্যাল ট্রিটমেন্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আদেশের পর বিএনপি আইনজীবীরা বলছেন, তারা এ রায়ে হতাশ হয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৯
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।